Ajker Patrika

৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি   

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় আগুনের ঘটনায় ৪৮ মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ল্যাবের টিম। আজ সোমবার সকালে সংস্থাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাদের নমুনা সংগ্রহের বুথটি গুটিয়ে সিআইডি সদর দপ্তরে নিয়ে যায়। সিআইডি একটি নোটিশে জানায় নতুন করে কারও নমুনা দিতে হলে মালিবাগে সদর দপ্তরে যোগাযোগ করতে হবে।

সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপংকর দত্ত জানান, সর্বশেষ ৪৮ মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরপর নিহত বা নিখোঁজ কারও মা-বাবা অথবা স্বজন এলে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে যোগাযোগ করতে সিআইডির তরফ থেকে মর্গের সামনে নোটিশে জানানো হয়েছে। নোটিশে দুটি মোবাইল নম্বর (০১৬৭৩০১৬৯৭৩,০১৭২৮২৫৬৬২৩) দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করা হয়। 

অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধানেরা শিগগিরই প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাসও দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত