Ajker Patrika

ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ, নগর ভবন এলাকায় যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৫, ১২: ৪৭
নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। ছবি: আজকের পত্রিকা
নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। ছবি: আজকের পত্রিকা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবনসংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে ‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’, ‘ঢাকার সাধারণ ভোটারদের নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’, ‘নগরবাসী দেখতে চায় নগর ভবনে ইশরাক ভাই’—এমন নানা ধরনের ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়েও নগর ভবনের সামনে আসেন ইশরাকের সমর্থকেরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাঁকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

বিক্ষোভকারীরা আরও বলেন, ‘ইশরাক হোসেন জনতার নির্বাচিত মেয়র। তাঁকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে গতকাল বুধবার সকাল থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। ছবি: আজকের পত্রিকা
নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। ছবি: আজকের পত্রিকা

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত