Ajker Patrika

বিমানের বার্ষিক টার্নওভার ১০০ কোটি ডলার করতে চান নবনিযুক্ত এমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬: ৩৫
বিমানের বার্ষিক টার্নওভার ১০০ কোটি ডলার করতে চান নবনিযুক্ত এমডি

বর্তমানে বিমানের বার্ষিক টার্নওভার ৭০ কোটি মার্কিন ডলারের বেশি। ভবিষ্যতে বিমানের বার্ষিক টার্নওভার ১০০ কোটি ডলার করতে চান বিমানে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. যাহিদ হোসেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে এ কথা বলেন নবনিযুক্ত সিইও। 

নবনিযুক্ত সিইও বলেন, ‘বিমানকে আমরা এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই, যার বার্ষিক টার্নওভার হবে ১ বিলিয়ন মার্কিন ডলার। এটা করতে হলে আমাদের ব্যবসাকে বড় করতে হবে, সিদ্ধান্তগুলো ব্যবসায়িক চিন্তাভাবনা করে নিতে হবে।’ 

বিমানের এমডি মো. যাহিদ হোসেন বলেন, ‘করোনায় সারা পৃথিবীর অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক এয়ারলাইনস বন্ধ হয়ে যায়। আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। আমরা ২০২১-২২ সালে ২২ লাখ যাত্রী পরিবহন করেছি।’ 

দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমডি বলেন, ‘বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে আমার প্রধান লক্ষ্য লাভ করা, বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা। বিমানের যাত্রীদের স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা। তবে আমাদের কাস্টমার সার্ভিস এক্সপেক্টেড পর্যায়ের না, এটাতে আরও উন্নতি করার সুযোগ আছে।’ 

যাহিদ হোসেন আরও বলেন, ‘যেহেতু আমাদের প্রথম উদ্দেশ্য হলো বিমানকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, তাই আমরা সব সিদ্ধান্ত বাণিজ্যিকভাবেই নেব। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জনগণের সঙ্গে রাষ্ট্রের কমিটমেন্টও রক্ষা করা হবে। এ ছাড়া আমাদের প্রায় ৮০ লাখ প্রবাসী রয়েছেন। তাঁরা বিমানে চলাচল করতে চান। আমরা আমাদের প্লেনগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব। এটাই আমার লক্ষ্য।’ 

চলতি বছরের ১৩ জুলাই বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পান অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন। এর আগে তিনি বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত