উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সের মালিক হাসান মাহমুদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেছেন ওই মার্কেটের ভাড়াটিয়া আনোয়ারা খানম ওরফে আলো।
গত রোববার দক্ষিণখান কাঁচাবাজারের ওই মার্কেটে রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের উপ মহাব্যবস্থাপক আলো বাদী হয়ে এ অভিযোগ করেন। অপরদিকে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদও বাদী হয়ে মারধরে অভিযোগে একই থানায় পাল্টা একটি অভিযোগ করেন।
আলোর অভিযোগ থেকে জানা যায়, ওই মার্কেট থেকে সিকিউরিটি অফিস ছেড়ে দেওয়ার জন্য মার্কেট নোটিশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আলোর স্বামী ও সিকিউরিটি কোম্পানির এমডি রিয়াজুল হক, কর্মচারী তানভির, জাহিদ বিন সুলতান, শাকিল খান, শামিম শেখকে হাসান মাহমুদের অফিসে যেতে বলে। পরে রোববার রাত ১১টার দিকে সিকিউরিটি সার্ভিসের মহাব্যবস্থাপক রিয়াজুল হক সেখানে যাওয়ার পথে হাসান মাহমুদের নেতৃত্বে সিঁড়িতে ওত পেতে থাকা রুবেল মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম তাদের মারধর করতে করতে পঞ্চম তলার অফিসে নিয়ে যায়। অপরদিকে মার্কেটের মূল গেট তালা মেরে সেখানকার কর্মচারীরাসহ ওই লোকজন লাঠি-সোঁটা নিয়ে তাদের মারধর করে।
এ সময় তারা রিয়াজুল হকের গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা ব্রেসলেট ও কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিকিউরিটি কোম্পানির অফিস ছাড়াকে কেন্দ্র করে তাদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
অপরদিকে বি-অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের অফিসে গিয়ে এবং মোবাইলে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেট মালিক ও বি-অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পরে তারা উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর দক্ষিণখানের হাসান মাহমুদ কমপ্লেক্সের মালিক হাসান মাহমুদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেছেন ওই মার্কেটের ভাড়াটিয়া আনোয়ারা খানম ওরফে আলো।
গত রোববার দক্ষিণখান কাঁচাবাজারের ওই মার্কেটে রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের উপ মহাব্যবস্থাপক আলো বাদী হয়ে এ অভিযোগ করেন। অপরদিকে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদও বাদী হয়ে মারধরে অভিযোগে একই থানায় পাল্টা একটি অভিযোগ করেন।
আলোর অভিযোগ থেকে জানা যায়, ওই মার্কেট থেকে সিকিউরিটি অফিস ছেড়ে দেওয়ার জন্য মার্কেট নোটিশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আলোর স্বামী ও সিকিউরিটি কোম্পানির এমডি রিয়াজুল হক, কর্মচারী তানভির, জাহিদ বিন সুলতান, শাকিল খান, শামিম শেখকে হাসান মাহমুদের অফিসে যেতে বলে। পরে রোববার রাত ১১টার দিকে সিকিউরিটি সার্ভিসের মহাব্যবস্থাপক রিয়াজুল হক সেখানে যাওয়ার পথে হাসান মাহমুদের নেতৃত্বে সিঁড়িতে ওত পেতে থাকা রুবেল মিয়া, আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম তাদের মারধর করতে করতে পঞ্চম তলার অফিসে নিয়ে যায়। অপরদিকে মার্কেটের মূল গেট তালা মেরে সেখানকার কর্মচারীরাসহ ওই লোকজন লাঠি-সোঁটা নিয়ে তাদের মারধর করে।
এ সময় তারা রিয়াজুল হকের গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা ব্রেসলেট ও কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ওই মার্কেটের মালিক হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিকিউরিটি কোম্পানির অফিস ছাড়াকে কেন্দ্র করে তাদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
অপরদিকে বি-অ্যালার্ট সিকিউরিটি সার্ভিসের অফিসে গিয়ে এবং মোবাইলে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেট মালিক ও বি-অ্যালার্ট সিকিউরিটি কোম্পানির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। পরে তারা উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে থানার ভেতর আটক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি চকরিয়া থানার সামনে এলে সেখানে স্থানীয় লোকজন যুক্ত হন। এরপর পৌর শহরের সিস্টেম কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
৬ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয় উপজেলায় পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোতালেব (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের শশীনারা গ্রামের বাসিন্দা।
১২ মিনিট আগেস্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকার বাসিন্দা বাছেদ মুন্সি এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে গাজীপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে বনিবনা না হওয়ায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে বাছেদ মুন্সির পুরুষাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যান।
২১ মিনিট আগেআবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়—এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন,
১ ঘণ্টা আগে