Ajker Patrika

আপত্তির পর পাকিস্তান হাইকমিশন ফেসবুক পেজের ছবি সরিয়েছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫: ৩৫
আপত্তির পর পাকিস্তান হাইকমিশন ফেসবুক পেজের ছবি সরিয়েছে

বাংলাদেশ সরকারের আপত্তির পর ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে দুই দেশের পতাকা দিয়ে তৈরি করা ছবিটি সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

আজ রোববার বেলা ২টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে দেখা গেছে, পেজটির কাভার ছবিতে দুই দেশের পতাকার ছবিটি আর নেই। এর পরিবর্তে শুধু পাকিস্তানের পতাকার একটি ছবি আছে। 

এর আগে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুই দেশের পতাকা দেওয়া ছবিটি ‘কোন বাজে মনোবৃত্তি নিয়ে’ ব্যবহার করা হয়নি বলে হাইকমিশন মন্ত্রণালয়কে জানিয়েছে। 

বৃহস্পতিবার দুই দেশের পতাকা দেওয়া ছবিটি নজরে আসার পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ছবিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবিধি লঙ্ঘন করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হাইকমিশনে সরকারের আপত্তির কথা জানিয়ে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, পাকিস্তান হাইকমিশন কয়েকটি নমুনা পাঠিয়ে জানিয়েছে, বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলোর ফেসবুক পেজে ওই দেশের পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা সংযুক্ত করে ছবি ব্যবহার করা হয়। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুকে দুই দেশের পতাকা দিয়ে যে ধরনের ছবি দেওয়া আছে, একই ধরনের ছবি অন্য অনেক দেশে মিশনের নিজ নিজ ফেসবুকে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ায় পাকিস্তান মিশনের ফেসবুক পেজের ছবি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিটিই অর্ধেক পাকিস্তানের পতাকা এবং বাকি অর্ধেক অন্য সংশ্লিষ্ট দেশের পতাকাসহ প্রায় একই ধরনের ছবি। কোনো দেশ থেকে পাকিস্তান কোনো আপত্তি পায়নি। 

এগুলো পাঠিয়ে ঢাকার মিশন বলেছে, বাংলাদেশের পতাকা সংযোজনের ক্ষেত্রে তাদের কোনো বাজে মনোভাব ছিল না। এতৎসত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পতাকা দেওয়া ছবিটি সরিয়ে ফেলতে অনুরোধ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত