Ajker Patrika

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কোন গাড়ির কত টোল, জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কোন গাড়ির কত টোল, জানালেন ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে এই টোল আদায় করা হবে। মূল এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত হলেও এই টোল কার্যকর হবে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মন্ত্রী বলেন, চার ক্যাটাগরিতে (শ্রেণি) টোল আদায় হবে। ‘ক্যাটাগরি-১–এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা; ক্যাটাগরি-২–এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩–এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা; ক্যাটাগরি-৪–এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছিলেন আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার উত্তরা (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। র‍্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ২২ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে মোট ১৫টি র‍্যাম্পের মধ্যে ১৩টি র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট। 

মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েতে কোনো থ্রি হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করতে পারবে না। 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলো উদ্বোধনের সময় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত