নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে এই টোল আদায় করা হবে। মূল এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত হলেও এই টোল কার্যকর হবে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চার ক্যাটাগরিতে (শ্রেণি) টোল আদায় হবে। ‘ক্যাটাগরি-১–এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা; ক্যাটাগরি-২–এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩–এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা; ক্যাটাগরি-৪–এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছিলেন আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার উত্তরা (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। র্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ২২ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে মোট ১৫টি র্যাম্পের মধ্যে ১৩টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট।
মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েতে কোনো থ্রি হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করতে পারবে না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলো উদ্বোধনের সময় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। চার ক্যাটাগরিতে যানবাহনের কাছ থেকে এই টোল আদায় করা হবে। মূল এক্সপ্রেসওয়ে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত হলেও এই টোল কার্যকর হবে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত। আজ রোববার সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, চার ক্যাটাগরিতে (শ্রেণি) টোল আদায় হবে। ‘ক্যাটাগরি-১–এ কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা; ক্যাটাগরি-২–এ মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা; ক্যাটাগরি-৩–এ ট্রাক (৬ চাকার বেশি) ৪০০ টাকা; ক্যাটাগরি-৪–এ সব ধরনের বাস (১৬ সিট বা তার বেশি) ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছিলেন আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার উত্তরা (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। র্যাম্পসহ এর মোট দৈর্ঘ্য ২২ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে মোট ১৫টি র্যাম্পের মধ্যে ১৩টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যেতে সময় লাগবে ১০ মিনিট।
মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়েতে কোনো থ্রি হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল ও পথচারী চলাচল করতে পারবে না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পগুলো উদ্বোধনের সময় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৪ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগে