Ajker Patrika

ফরিদপুরে মোটরশ্রমিক সংগঠনের নির্বাচন স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মোটরশ্রমিক সংগঠনের নির্বাচন স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধ

ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করার আদেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রমিকেরা। তাঁরা সড়ক অবরোধসহ ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। দুপুর তিনটা থেকে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। 

এর আগে ঢাকা জেলা ও দায়রা জজ এর দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ এ স্থগিতের আদেশ দেন। ওই আদেশে দেখা যায়, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি শ্রম আদালতে নির্বাচন বন্ধের জন্য আবেদন করেন। এর প্রেক্ষিতে আগামীকাল নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। 

সরেজমিনে দেখা যায়, নতুন বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকে। এ সময় তাঁরা শহরের মধ্য দিয়ে চলাচলরত সব যানবাহন বন্ধ করে দেন। এ ছাড়া নতুন টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেন। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, আগামীকাল আমাদের নির্বাচন। এ নির্বাচন কেন বন্ধ করা হলো? যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্বাচন না দেবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। 

খবর পেয়ে সেখানে ছুটে আসেন কোতোয়ালি থানা-পুলিশ। তারা বিক্ষুব্ধদের থামানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, আমরা শ্রমিকদের থামানোর চেষ্টা করছি, যাতে কোনো যান মালের ক্ষতি না হয়। তারা দাবি আগামীকাল যেন নির্বাচন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...