Ajker Patrika

ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে জবিতে উপাচার্য ভবন ঘেরাও 

জবি সংবাদদাতা 
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬: ৪৭
ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে জবিতে উপাচার্য ভবন ঘেরাও 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে এই নিউজ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে রেখেছে।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে বিভিন্ন দাবিদাওয়ার কথা জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ছাত্রী হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের গুলি কে করল তাদের খুঁজে বের করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করতে হবে, ছাত্রলীগকে কে বিশ্ববিদ্যালয়ের বাস দিল তা খতিয়ে দেখতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি চাই না। সব সময়ের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শিক্ষার্থীদের দাবিদাওয়া প্রসঙ্গে প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রলীগ গতকাল বাস নিয়ে যাওয়ার সময় আমার অনুমতি নেয়নি। এ বিষয়টি খতিয়ে দেখা হবে—তারা না জানিয়ে বাস কীভাবে নিয়ে গেল। খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের একটি প্রতিনিধি দল পাঠাও। আমার রুমে বসে তোমাদের লিখিত দাবিদাওয়া থাকলে দাও।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বুধবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি দেয় হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানাজা শেষে তাঁরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

জানাজা শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাওসিফ বলেন, ‘আমাদের পাঁচটি দাবি রয়েছে প্রশাসনের কাছে। পাঁচটি দাবি হলো—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রীদের নিরাপত্তা দিয়ে হল খোলা রাখতে হবে, আহত শিক্ষার্থীদের খরচ বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা দেওয়া বন্ধ করতে হবে, মেসে যেসব শিক্ষার্থী থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত