নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই অভিযোগগুলোর অনুসন্ধান করছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।’
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানে জানা গেছে, নিজের ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অবাধে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং কমিশন-বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই অভিযোগগুলোর অনুসন্ধান করছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, ‘তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।’
দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানে জানা গেছে, নিজের ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অবাধে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং কমিশন-বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৮ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে