Ajker Patrika

ওয়ারীতে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

ঢামেক প্রতিনিধি
ওয়ারীতে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

রাজধানীর ওয়ারী গোপীবাগে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি। 

আজ শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

আহত আলমগীর হোসেন জানান, তাঁর বাসা ওয়ারীর আর কে মিশন রোডে। এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোগীবাগ পাঁচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাঁকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তাঁর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। 

আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ডান পায়ের হাঁটুতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা তাঁকে এভাবে আঘাত করেছে তা জানাতে পারেননি তিনি। 

আহত আলমগীর হোসেনের শ্যালক মো. রাজন জানায়, তার দুলাভাই আলমগীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। দীর্ঘ দিন ধরে গোপীবাগ বাজার নিয়ন্ত্রণ করত আলমগীর। গত রোজার মধ্যে ইতালিপ্রবাসী নাসির উদ্দিন নাসিরের নির্দেশে বাজার নিয়ন্ত্রণ শুরু করে ক্যাডার মাইকেল, রসিদ, রহি, রানা, নিজাম, রিপন। আজকের ঘটনা নাসিরের নির্দেশেই হয়েছে। তার লোকজনই অন্ধকারে আগে থেকে ওত পেতে ছিল। অন্ধকার দেখে আলমগীর কাউকে চিনতে পারে নাই। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে চিহ্নিত করা যাবে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত