Ajker Patrika

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক
বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। যার বয়স আনুমানিক ৪০ বছর। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিমানবন্দর স্টেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

রেলস্টেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মো. সোহেল জানান, ‘বিকেলে আমরা কয়েকজন স্টেশনে কাজ করছিলাম। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।’ 

সোহেল আরও জানান, ‘স্টেশনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই ব্যক্তিকে এর আগে কয়েক দিন স্টেশন এলাকায় দেখেছিলাম ঘোরাফেরা করতে। তবে এলাকার কেউ তাঁকে চিনতে পারেনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত