Ajker Patrika

উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইতে দুদকে হানিফ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২৫, ২১: ২৮
হানিফ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
হানিফ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন ‘হানিফ বাংলাদেশি’ নামে খ্যাত মোহাম্মদ হানিফ।

আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এই স্মারকলিপি দেন। এর আগে গত ৫ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেন তিনি।

স্মারকলিপিতে হানিফ বলেন, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে গত বছরের ৮ আগস্ট। এরপর ২০ সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ১৫ দিনের মধ্যে উপদেষ্টাদের তাঁদের সম্পদের হিসাব প্রকাশ করতে বলা হয়। কিন্তু ১০ মাসেও তাঁরা তাঁদের সম্পদের হিসাব দেননি।

উপদেষ্টাদের সম্পদের হিসাব জাতির সামনে তুলে ধরতে গত ৫ মে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি বলে স্মারকলিপিতে উল্লেখ করেন হানিফ।

হানিফ মনে করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি জাতির সামনে তাঁদের সম্পদের হিসাব তুলে ধরেন, তাহলে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা, বিশ্বাস ও আস্থা বাড়বে।

দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে হানিফ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে উপদেষ্টাদের সবার আগে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি নিজেদের সম্পদের হিসাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত