জবি সংবাদদাতা
পুরান ঢাকার লালকুঠি ঘাটসংলগ্ন এলাকায় চাঁদাবাজি করা অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক এবং তাঁকে ছাড়াতে আসা যুবদল পরিচয়দানকারী আরেক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার সন্ধ্যার দিকে এ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা। এর আগে বিকেল সাড়ে ৫টায় লালকুঠি ঘাটে চাঁদাবাজেরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা সাতজন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করে।
পরে খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে আটক করে ক্যাম্পাসে তুলে নিয়ে আসেন। পরে ক্যাম্পাসের মূল ফটকের সঙ্গে তাঁকে কিছুক্ষণ বেঁধে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ওই ব্যক্তিসহ আরও কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। ওই এলাকায় শরবত বিক্রি করা একজন সদরঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের খবর দেন। পরে শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা করে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখে চাঁদাবাজেরা।
পরে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের জানালে শিক্ষার্থীরা চাঁদাবাজদের একজনকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরবর্তী সময় চাঁদাবাজকে ছাড়াতে আসেন আরেক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেন। তারপর তাঁদের উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ছাড়াতে আসা ব্যক্তির নাম হাসান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে আটক অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছিলাম। চাঁদাবাজি করতে দেখলে, আমরা প্রতিবাদ করি। আমাদের তারা ঘিরে ধরে। আমাদের গালি দেয়। পরে দ্রুত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের চাঁদাবাজির ঘটনাটি বলি। তাঁরা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাজকে ধরেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সোহান প্রামাণিক বলেন, ‘আমাদের সমন্বয়কদের সিদ্ধান্তক্রমে কিছু শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর কাজ করছিল। তাদের আটকে রেখেছিল কিছু চাঁদাবাজ। জানতে পেরে আমরা তাকে নিয়ে উদ্ধার করি। সঙ্গে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসি। চাঁদাবাজকে ছাড়াতে আসে আরেক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজের পরিচিত বলে দাবি করে। পরে আবার অস্বীকার করে। পরে উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।’
পুরান ঢাকার লালকুঠি ঘাটসংলগ্ন এলাকায় চাঁদাবাজি করা অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক এবং তাঁকে ছাড়াতে আসা যুবদল পরিচয়দানকারী আরেক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার সন্ধ্যার দিকে এ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা। এর আগে বিকেল সাড়ে ৫টায় লালকুঠি ঘাটে চাঁদাবাজেরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা সাতজন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করে।
পরে খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে আটক করে ক্যাম্পাসে তুলে নিয়ে আসেন। পরে ক্যাম্পাসের মূল ফটকের সঙ্গে তাঁকে কিছুক্ষণ বেঁধে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ওই ব্যক্তিসহ আরও কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। ওই এলাকায় শরবত বিক্রি করা একজন সদরঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের খবর দেন। পরে শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা করে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখে চাঁদাবাজেরা।
পরে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের জানালে শিক্ষার্থীরা চাঁদাবাজদের একজনকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরবর্তী সময় চাঁদাবাজকে ছাড়াতে আসেন আরেক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেন। তারপর তাঁদের উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ছাড়াতে আসা ব্যক্তির নাম হাসান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে আটক অপর ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছিলাম। চাঁদাবাজি করতে দেখলে, আমরা প্রতিবাদ করি। আমাদের তারা ঘিরে ধরে। আমাদের গালি দেয়। পরে দ্রুত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের চাঁদাবাজির ঘটনাটি বলি। তাঁরা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাজকে ধরেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সোহান প্রামাণিক বলেন, ‘আমাদের সমন্বয়কদের সিদ্ধান্তক্রমে কিছু শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর কাজ করছিল। তাদের আটকে রেখেছিল কিছু চাঁদাবাজ। জানতে পেরে আমরা তাকে নিয়ে উদ্ধার করি। সঙ্গে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসি। চাঁদাবাজকে ছাড়াতে আসে আরেক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজের পরিচিত বলে দাবি করে। পরে আবার অস্বীকার করে। পরে উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।’
চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
৬ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেবসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
২০ মিনিট আগে