Ajker Patrika

স্বামীর সঙ্গে ঝগড়ার পর বেগুনবাড়ির ফ্ল্যাটে নারীর ঝুলন্ত মরদেহ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮: ৪৬
স্বামীর সঙ্গে ঝগড়ার পর বেগুনবাড়ির ফ্ল্যাটে নারীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় রাজউকের কোয়ার্টারে এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তাঁর নাম কাজল ইসলাম (৪৩)। পরিবারের বরাতে পুলিশ জানায়, দ্বিতীয় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত কাজল ইস্কাটনের সাওল হার্ট সেন্টারের সিইও পদে ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হোসেন মো. গোলাম মোস্তফা জানান, দ্বিতীয় স্বামী আহসান পারভেজের সঙ্গে দক্ষিণ বেগুনবাড়ির রাজউকের কোয়ার্টারের সপ্তম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন কাজল। এটি তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বর্তমান স্বামী আহসান পারভেজ বাইং হাউসে চাকরি করেন। আর কাজল ইস্কাটনের শাওন হার্ট সেন্টারের সিইও ছিলেন।

পরিবারের বরাতে দিয়ে এসআই জানান, কাজলের আগের সংসারে দুই ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গেলে ২০১৯ সালের শেষে আহসানকে বিয়ে করেন। আহসানেরও আগের সংসারে সন্তান রয়েছে। আহসানকে তাঁর প্রথম স্ত্রী-সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখতে দিতেন না কাজল। এসব নিয়ে সম্প্রতি তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সার্বক্ষণিক ঝগড়াঝাঁটি হতো।

গতকাল সোমবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আহসান বাড়ি থেকে বেরিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে অভিমানে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন কাজল। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাজল ইসলামের মেয়ের জামাই কামরান হোসেন জানান, কাজলের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানজপাড়া গ্রামে। বাবার নাম কাজিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত