Ajker Patrika

চলে গেলেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৫, ২৩: ০৯
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ছবি: সংগৃহীত
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ল্যাবএইড হাসপাতালে আজ শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি জানান, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তাঁর।

আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তাঁর ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তাঁর ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।

কিছুদিন আগে চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃদ্‌রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল।

চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত