সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল থেকে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়। তারা ঈদের ৩ দিন পর পর্যন্ত মহাসড়কেই মোতায়েন থাকবে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এবং কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ৩টি শিফটে ভাগ হয়ে কাজ করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছে। মহাসড়কের যেকোনো স্থানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। খুব দ্রুত একস্থান থেকে আরেকস্থানে যেতে বাসচালকদের বাধ্য করছেন তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত অংশে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে মহাসড়কে কাজ করছেন। গতকাল ১৮ এপ্রিল থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত তারা মহাসড়কে কাজ করবে। তাদের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছেন।’
কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি মোবাইল টিম,৩টি হোন্ডা টিম, ১টি অ্যাম্বুলেন্স টিম থাকবে।
এ ছাড়া মহাসড়কে যেকোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত একটি রেকার, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত একটি রেকার এবং ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা এলাকা পর্যন্ত আরেকটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মেঘনাঘাট টোলপ্লাজার প্রত্যেকটি বুথ সব সময় যেন সচল থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বাভাবিক হবে। আমরা ঘরমুখো মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গতকাল থেকে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়। তারা ঈদের ৩ দিন পর পর্যন্ত মহাসড়কেই মোতায়েন থাকবে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এবং কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ৩টি শিফটে ভাগ হয়ে কাজ করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছে। মহাসড়কের যেকোনো স্থানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। খুব দ্রুত একস্থান থেকে আরেকস্থানে যেতে বাসচালকদের বাধ্য করছেন তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা এবং ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত অংশে ১৬৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে মহাসড়কে কাজ করছেন। গতকাল ১৮ এপ্রিল থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত তারা মহাসড়কে কাজ করবে। তাদের পাশাপাশি ৮০ জন কমিউনিটি পুলিশও মহাসড়কে কাজ করছেন।’
কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৬টি মোবাইল টিম,৩টি হোন্ডা টিম, ১টি অ্যাম্বুলেন্স টিম থাকবে।
এ ছাড়া মহাসড়কে যেকোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত একটি রেকার, সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত একটি রেকার এবং ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা এলাকা পর্যন্ত আরেকটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মেঘনাঘাট টোলপ্লাজার প্রত্যেকটি বুথ সব সময় যেন সচল থাকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে সবচেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বাভাবিক হবে। আমরা ঘরমুখো মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে