Ajker Patrika

আইসিটি অ্যাক্টে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ১৯
আইসিটি অ্যাক্টে মামলা হলেই সাংবাদিক গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেই তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, `আমরা কঠোর হব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে। যে এটাকে মিসইউজ বা অ্যাবিউজ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। এর কারণ হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাক্‌স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য করা হয়নি। এটাকে নেগেটিভ ব্যবহার করার জন্য অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।' 

ডিজিটাল নিরাপত্তা আইনে কেউ মামলার আবেদন নিয়ে এলেই সেটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে না বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, `আইসিটি অ্যাক্টের ধারা অনুযায়ী একটি সেল আছে, সেখানে সন্তুষ্ট হতে হবে, তারপরে মামলা হবে। এই মামলা যখন সাংবাদিকদের বিরুদ্ধে করা হবে, তাৎক্ষণিকভাবে তাদের অ্যারেস্ট যাতে না করা হয়, সে ব্যাপারেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা সেভাবেই করা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত