বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৫ দিন পর গত বুধবার রাত ৯টার দিকে আকাশ খান (১৩) নামে কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ দাফন করে তার পরিবার। তবে আজ শুক্রবার কিশোরের মাথার খুলি খুঁজে পেয়েছে তার পরিবার।
কিশোর আকাশ একজন ভ্যানচালক ছিল। সে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
এ বিষয়ে আকাশের বাবা মো. রাশেদুল খান বলেন, গতকাল লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল। যার কারণে শুক্রবার দুপুরে আমি এবং আমার স্ত্রীসহ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি। আকাশকে যেখানে হত্যা করা হয়েছিল সেখান থেকে ১০ হাত দূরে আমি আমার ছেলের জামা কাপড় দেখতে পাই। তার এক থেকে দেড় হাত দূরেই বন জঙ্গলের ভেতরে মাথার খুলি ছিল। মাথার খুলিতে কোনো চামড়া ছিল না।
রাশেদুল আরও বলেন, ‘মর্গ থেকে নিয়ে আসার পরে যেভাবে ছিল ওই ভাবেই দাফন করা হয়েছে। এলাকাবাসী বলছিল দেখার মতো অবস্থা নেই, এ জন্য না দেখেই দাফন সম্পন্ন করা হয়। তবে তখন আমার কাছে সন্দেহ মনে হয়েছিল কারণ লাশটি কিছুটা ছোট মনে হচ্ছিল।’
নিহত কিশোর আকাশের বাবা বলেন, ‘নিখোঁজের দিন সকাল ১০টায় ভ্যান নিয়ে বের হয় আকাশ। আমাদের পাশের বাড়ির আমিনুলের কাছে কিছু টাকা পেত আকাশ। ভ্যান নিয়ে বের হওয়ার পরে আমিনুলের সাথে দেখা হয় আকাশের। পরে আকাশ তার কাছে টাকা চায়। আমিনুল টাকা দেওয়ার কথা বলে আকাশকে নিয়ে যায়। তারপরে আর আকাশের খোঁজ পাওয়া যায়নি। আমি বাড়িতে আসার পরে জানতে পারি আকাশ বাড়িতে আসেনি। তখন আমার নাতি বলছিল যে আকাশকে আমিনুল টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। পরবর্তীতে আকাশের খোঁজ না পেয়ে আমি আমিনুলের কাছে জানতে চাই আকাশ কোথায়। আমিনুল বলে আকাশকে তো টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন কোথায় আমি জানি না। পরবর্তীতে আমিনুলকে গ্রেপ্তারের পরে আমি জানতে পারি যে আমিনুল আমার ছেলে আকাশকে হত্যা করে ভ্যানগাড়িটি চুরি করে তাঁর শ্বশুরবাড়িতে রেখে আসছিল।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, নিহত কিশোরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি দেখতে পান। বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানালে তার পাশে থাকা জামাকাপড় আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৫ দিন পর গত বুধবার রাত ৯টার দিকে আকাশ খান (১৩) নামে কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ দাফন করে তার পরিবার। তবে আজ শুক্রবার কিশোরের মাথার খুলি খুঁজে পেয়েছে তার পরিবার।
কিশোর আকাশ একজন ভ্যানচালক ছিল। সে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
এ বিষয়ে আকাশের বাবা মো. রাশেদুল খান বলেন, গতকাল লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল। যার কারণে শুক্রবার দুপুরে আমি এবং আমার স্ত্রীসহ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি। আকাশকে যেখানে হত্যা করা হয়েছিল সেখান থেকে ১০ হাত দূরে আমি আমার ছেলের জামা কাপড় দেখতে পাই। তার এক থেকে দেড় হাত দূরেই বন জঙ্গলের ভেতরে মাথার খুলি ছিল। মাথার খুলিতে কোনো চামড়া ছিল না।
রাশেদুল আরও বলেন, ‘মর্গ থেকে নিয়ে আসার পরে যেভাবে ছিল ওই ভাবেই দাফন করা হয়েছে। এলাকাবাসী বলছিল দেখার মতো অবস্থা নেই, এ জন্য না দেখেই দাফন সম্পন্ন করা হয়। তবে তখন আমার কাছে সন্দেহ মনে হয়েছিল কারণ লাশটি কিছুটা ছোট মনে হচ্ছিল।’
নিহত কিশোর আকাশের বাবা বলেন, ‘নিখোঁজের দিন সকাল ১০টায় ভ্যান নিয়ে বের হয় আকাশ। আমাদের পাশের বাড়ির আমিনুলের কাছে কিছু টাকা পেত আকাশ। ভ্যান নিয়ে বের হওয়ার পরে আমিনুলের সাথে দেখা হয় আকাশের। পরে আকাশ তার কাছে টাকা চায়। আমিনুল টাকা দেওয়ার কথা বলে আকাশকে নিয়ে যায়। তারপরে আর আকাশের খোঁজ পাওয়া যায়নি। আমি বাড়িতে আসার পরে জানতে পারি আকাশ বাড়িতে আসেনি। তখন আমার নাতি বলছিল যে আকাশকে আমিনুল টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। পরবর্তীতে আকাশের খোঁজ না পেয়ে আমি আমিনুলের কাছে জানতে চাই আকাশ কোথায়। আমিনুল বলে আকাশকে তো টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন কোথায় আমি জানি না। পরবর্তীতে আমিনুলকে গ্রেপ্তারের পরে আমি জানতে পারি যে আমিনুল আমার ছেলে আকাশকে হত্যা করে ভ্যানগাড়িটি চুরি করে তাঁর শ্বশুরবাড়িতে রেখে আসছিল।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, নিহত কিশোরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি দেখতে পান। বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানালে তার পাশে থাকা জামাকাপড় আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
আবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়—এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন,
১ মিনিট আগেআরাফাত বলেন, ‘আমি হিমেলের কাছে গেলে তিনি আমাকে গাড়ি আনতে বলেন। কিন্তু কোনো গাড়িচালক আসতে রাজি হননি। বহু কষ্টে একজনকে রাজি করিয়ে আনার পর এমদাদ পিস্তল বের করেন। আমি এমদাদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে দৌড় দিলে তিনি হিমেলের গলায় দা ধরে হত্যার হুমকি দেন। পরে আমি আবার পিস্তল দিয়ে দিই।’
৮ মিনিট আগেচট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির কারণে ব্যাংকের চাকরি খোয়ানো মো. জাহাঙ্গীর আলম এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও হারিয়েছেন। সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।
২৯ মিনিট আগেসামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
৩৬ মিনিট আগে