টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক ধারাই হলো মানুষ খুন করা। ভালো মানুষের জীবন কেড়ে নেওয়ার নাম কি রাজনীতি? ২০০৪ সালে বিএনপির সন্ত্রাসীরা দিনদুপুরে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করেছে। সেদিন গাজীপুরের লাখ লাখ মানুষ এ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামেন।’
আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘এ হত্যা মামলার রায় হয়েছে, আশা করি দ্রুত রায় বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতেন প্রয়াত এমপি আহসান উল্লাহ মাস্টার। তিনি একজন সৎ ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। বর্তমানে এমন আদর্শবান নেতা পাওয়া মুশকিল। তিনি অসহায় মানুষের কথা বলতেন। সাধারণ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তেন।’
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, পুবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের নেতা মশিউর রহমান সরকার বাবু, রেজাউল করিম প্রমুখ। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক ধারাই হলো মানুষ খুন করা। ভালো মানুষের জীবন কেড়ে নেওয়ার নাম কি রাজনীতি? ২০০৪ সালে বিএনপির সন্ত্রাসীরা দিনদুপুরে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করেছে। সেদিন গাজীপুরের লাখ লাখ মানুষ এ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামেন।’
আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গী নোয়াগাঁও প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘এ হত্যা মামলার রায় হয়েছে, আশা করি দ্রুত রায় বাস্তবায়ন হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতেন প্রয়াত এমপি আহসান উল্লাহ মাস্টার। তিনি একজন সৎ ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। বর্তমানে এমন আদর্শবান নেতা পাওয়া মুশকিল। তিনি অসহায় মানুষের কথা বলতেন। সাধারণ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তেন।’
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, পুবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের নেতা মশিউর রহমান সরকার বাবু, রেজাউল করিম প্রমুখ। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে