উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের সামনে ট্রাকচাপায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। বৃদ্ধের নাম মো. আনোয়ার হোসেন (৫০)। তাঁর বাড়ি রাজধানীর খিলক্ষেত এলাকায়।
নিহত বৃদ্ধের পরিচয় পাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা–পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন।
এসআই সামসুদ্দিন বলেন, ‘নিহত আনোয়ার হোসেন রাজধানীর খিলক্ষেত এলাকার আওলাদ হোসেনের ছেলে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আনোয়ারকে চাপা দেওয়া ট্রাকের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে আনোয়ার হোসেনকে একটি ট্রাক চাপা দেয়। পথচারীরা গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি।
হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী বলেন, ‘এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখতে পাই। স্থানীয়রা আমাকে জানায়, ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়েছে।’
গোলাম রব্বানী আরও বলেন, ‘রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের সামনে ট্রাকচাপায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। বৃদ্ধের নাম মো. আনোয়ার হোসেন (৫০)। তাঁর বাড়ি রাজধানীর খিলক্ষেত এলাকায়।
নিহত বৃদ্ধের পরিচয় পাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা–পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন।
এসআই সামসুদ্দিন বলেন, ‘নিহত আনোয়ার হোসেন রাজধানীর খিলক্ষেত এলাকার আওলাদ হোসেনের ছেলে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আনোয়ারকে চাপা দেওয়া ট্রাকের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে আনোয়ার হোসেনকে একটি ট্রাক চাপা দেয়। পথচারীরা গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি।
হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী বলেন, ‘এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখতে পাই। স্থানীয়রা আমাকে জানায়, ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়েছে।’
গোলাম রব্বানী আরও বলেন, ‘রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৬ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৩ মিনিট আগে