Ajker Patrika

মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২০: ৩২
মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছাল

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

আজ সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায় পেছানো হয়েছে বলে জানিয়েছেন মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন। তিনি বলেন, ‘আগামী ২৪ তারিখ রায় ঘোষণা হবে। আমরা প্রত্যাশা করছি, মাওলানা মামুনুল হক এই মামলায় বেকসুর খালাস পাবেন।’

ওমর ফারুক নয়ন বলেন, ‘গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামুনুল হকের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা সেদিন আদালতকে বলেছিলাম, পুরো বিষয়টি যোগসাজশ করে সংঘটিত করা হয়েছে। যিনি মামলার বাদী তিনি শারীরিক পরীক্ষা দিতে রাজি হননি। তিনি স্বীকার করেছেন, মামুনুল হক তাঁর বৈধ স্বামী। একই সঙ্গে বাদীর ছেলে আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছেন যে তাঁর মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে। তাঁদের ওপর চাপ তৈরি করে মামলা করানো হয়েছিল।’

নারী ও শিশু নির্যাতন আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর রোমেল মোল্লা বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সেই সঙ্গে যুক্তিতর্কও শেষ হয়েছে। আদালত নতুন করে রায়ের দিন ধার্য করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত