Ajker Patrika

উত্তরায় হরতালের সমর্থনে জামায়াতের মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫: ৩৫
উত্তরায় হরতালের সমর্থনে জামায়াতের মিছিল, পুলিশের গাড়ি ভাঙচুর

রাজধানীর উত্তরায় বিএনপি-জামায়াতের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ও একটি বিআরটিসির দোতলা বস ভাঙচুর করা হয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। 

উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিমউদ্দিনের পপুলার গলিতে আজ রোববার সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলাম এবং উত্তরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে রবীন্দ্র সরণি সড়ক পর্যন্ত সকাল সাড়ে ৭টায় উত্তরা পশ্চিম থানা ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলের পর জামায়াতের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসিমউদ্দিন মোড় এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১২-এর একটি গাড়ি ও বিআরটিসির একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও দুজনকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে এপিবিএন-১২-এর পরিদর্শক আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের গাড়িটি মোহাম্মদপুর থেকে একজন ডাক্তার নিয়ে এপিবিএন হেডকোয়ার্টারে যাচ্ছিল। পথে জসিমউদ্দিন মোড় ঘোরামাত্রই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একটি বিআরটিসি বাসের পেছনে ছিল আমাদের সরকারি হাইয়েস গাড়ি। প্রথমে বিআরটিসি বাসটিতে ভাঙচুর চালিয়ে আমাদের হাইয়েস গাড়িটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই সময় গাড়িতে চালক ও একজন চিকিৎসক ছিলেন। তবে কেউ হতাহত হননি।’ 

থানার পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেছে এপিবিএন। সেই সঙ্গে মো. আউয়াল (৩২) ও মো. আব্দুর রউফ (৪৭) নামের দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতের খিলক্ষেতের ৪৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ও পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল আজিজের ছেলে আউয়াল এবং বিমানবন্দর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জের শাহজাদপুরের রুস্তম আলীর ছেলে আব্দুর রউফ। 
 
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জসিম উদ্দিন এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত