শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামের দেড় বছর বয়সি এক শিশু মারা গেছে। গতকাল সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গতকাল রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকার গুয়াগাছিয়া গ্রামে শিশুটিকে সাপে ছোবল দেয়। সে ওই গ্রামের রাকিব খানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। হঠাৎ চিৎকার দিলে স্বজনেরা ছুটে গিয়ে শিশুটির পায়ে কামড়ের দাগ দেখতে পান। এরপর সিঁড়ির নিচে সাপ দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি বমি করতে শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিশুটির।
শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। মেয়েটিকে বাঁচানো গেল না।’
মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামের দেড় বছর বয়সি এক শিশু মারা গেছে। গতকাল সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গতকাল রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকার গুয়াগাছিয়া গ্রামে শিশুটিকে সাপে ছোবল দেয়। সে ওই গ্রামের রাকিব খানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। হঠাৎ চিৎকার দিলে স্বজনেরা ছুটে গিয়ে শিশুটির পায়ে কামড়ের দাগ দেখতে পান। এরপর সিঁড়ির নিচে সাপ দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি বমি করতে শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিশুটির।
শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। মেয়েটিকে বাঁচানো গেল না।’
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নামাজের সময় মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল।
৩ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার মামলার পরিপ্রেক্ষিতে তিন বছর পর কবর থেকে তাঁর স্বামী রোকনুজ্জামান খান চপলের লাশ উত্তোলন করেছে সিআইডি। আজ বুধবার দুপুরে পারিবারিক গোরস্থান থেকে চপলের লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা
৮ মিনিট আগেখুলনায় স্বামীর নির্যাতনে জান্নাতি আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোরে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি।
১১ মিনিট আগেযশোরের কেশবপুরে জামাল বাহিনীর প্রধান জামাল উদ্দিনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকায় ওই বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক আহত হয়েছেন।
১৬ মিনিট আগে