Ajker Patrika

সাবেক এমপি কেরামত ২ দিনের রিমান্ডে, আরও এক মামলায় গ্রেপ্তারের আদেশ

রাজবাড়ী প্রতিনিধি
: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলীকে আজ সোমবার রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলীকে আজ সোমবার রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পর দিন রাজবাড়ীর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত