Ajker Patrika

সখীপুরে বিদ্যুৎবিভ্রাটে ইরি-বোরো সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বিদ্যুৎবিভ্রাটে ইরি-বোরো সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

টাঙ্গাইলের সখীপুরে লোডশেডিং, বিদ্যুৎবিভ্রাট ও লো-ভোল্টেজে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে চলতি ইরি-বোরো মৌসুমে ধানখেতের সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। একদিকে গ্রীষ্মের দাবদাহ অন্যদিকে মাঠে সেচ নির্ভর প্রধান ফসল বোরো ধানে সেচ দেওয়া নিয়ে ভোগান্তি। স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও গ্রাম পর্যায়ে নাজেহাল অবস্থা। অধিকাংশ সময়েই চলে লোডশেডিং।

তীব্র গরমে ধানের ব্লাস্ট রোগ (ছত্রাক) থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষি বিভাগ বলছে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে জমিতে পানি ধরে রাখতে হবে। এর জন্য প্রচুর সেচের প্রয়োজন। তবে কৃষকেরা বলছেন, পানির পাম্প চলছে না, বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায় সেচ মেশিন চালু করা যাচ্ছে না। কিছু সময় বিদ্যুৎ এসে স্থির থাকলেও কম ভোল্টেজের কারণে সেচের মোটর ঘোরে না, পানিও ওঠে না। এ অবস্থা বেশি দিন থাকলে ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

উপজেলার বোয়ালী গ্রামের বিদ্যুৎ গ্রাহক শাহাদাত আজিজ বলেন, ‘রমজান মাসের শুরু থেকেই আমরা বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছি। এমনকি সাহরি ও ইফতারের সময়ও নিয়মিত বিদ্যুৎবিভ্রাটের শিকার হতে হচ্ছে। এতে বাসার ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।’

উপজেলার প্রতিমা বংকী গ্রামের আসিবুল হক ও কৃষক সিরাজুল জানান, দিনে গড়ে ১৫-১৮ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে থাকতে হচ্ছে। বিদ্যুতের এই বেহাল অবস্থার কথা একাধিকবার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু এতে কোনো কাজ হয়নি। 

এ ছাড়া উপজেলায় প্রায় দেড় হাজার পোলট্রি খামারি বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অত্যধিক গরমে শত শত পোলট্রি মুরগি মারা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সখীপুরের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘চাহিদার তুলনায় অনেক কম মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি। অতিরিক্ত লোড দিলেই সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কৃষক ভাইদের অভিযোগ পাচ্ছি। ব্যক্তিগতভাবে নিজেরও খারাপ লাগে, কিন্তু পেশাগতভাবে আমার বিদ্যুৎ বরাদ্দের সীমা অতিক্রম করলেই লাইন বন্ধ হয়ে যায়। এ ছাড়া ভোল্টেজের আপ-ডাউনের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, এটি পাওয়ার গ্রিড কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত