Ajker Patrika

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক আটকে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮: ১৮
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তিতুমীর বিশ্ববিদ্যালয় ঐক্য ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন। এ দিকে অবরোধের ফলে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আটকে পরিবহনগুলো বিভিন্ন সড়ক দিয়ে চলাচল শুরু করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘দাবি মোদের একটাই, তিতুমীর বিশ্ববিদ্যালয় চাই।’

আন্দোলনকারী তিতুমীর কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, তাঁরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করার যে আল্টিমেটাম দিয়েছেন, সরকার সেটি শুনছে না। এই জন্য তাঁরা আবার সড়কে নেমেছেন। সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি না মানে, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা সাত দফা দাবি জানান।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন; ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত