Ajker Patrika

চেয়ারম্যান হয়ে ১৫ লিটার দুধ দিয়ে গোসল আ.লীগ নেতার!

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৪, ১৭: ৫৪
চেয়ারম্যান হয়ে ১৫ লিটার দুধ দিয়ে গোসল আ.লীগ নেতার!

ভোটে জয়ী হয়ে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহসানুল হাকিম সাধন। আজ বুধবার উপজেলার কুরশী গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি। মুহূর্তে মধ্যে তাঁর দুধ দিয়ে গোসলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। 

এহসানুল হাকিম সাধন আজকের পত্রিকাকে জানান, তাঁর মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন নির্বাচনে জয়লাভ করলে দুধ দিয়ে তাঁকে গোসল করাবেন, সেই ইচ্ছাটা গ্রামবাসী পূরণ করলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর (বুধবার) গ্রামবাসী ১৫ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করান। 

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে গতকাল মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এহসানুল হাকিমকে (মোটরসাইকেল) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত