Ajker Patrika

আমেরিকার প্রেসিডেন্টও বলে, যদি ডেভেলপমেন্ট দেখতে চাও বাংলাদেশে যাও: স্বরাষ্ট্রমন্ত্রী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯: ৪৭
আমেরিকার প্রেসিডেন্টও বলে, যদি ডেভেলপমেন্ট দেখতে চাও বাংলাদেশে যাও: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যত অর্জন, সব বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী। যে আমেরিকা বলেছিল, একটি তলাবিহীন ঝুড়ি, হেনরি কিসিঞ্জার। আজ সেই দেশের প্রেসিডেন্ট বলে, তোমরা যদি ডেভেলপমেন্ট দেখতে চাও, তাহলে বাংলাদেশে যাও। এটা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন।’

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নির্মিত ম্যুরল উদ্বোধন ও চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখানে (বাংলাদেশে) ষড়যন্ত্রমূলক কিছু হতে দেব না। এখানে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সবার জন্য বাসস্থান, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্যসেবা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। 

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। 

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন অ্যাডভোকেট ও শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত