Ajker Patrika

থানা হেফাজতে মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে রাস্তা আটকে স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ২৩: ৩০
থানা হেফাজতে মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে রাস্তা আটকে স্বজনদের বিক্ষোভ

আত্মহত্যা নয় হাতিরঝিল থানা হেফাজতে রুম্মন শেখ সুমনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানা মামলা নিচ্ছে না। এমন অভিযোগ তুলে সুমন হত্যার বিচার চেয়ে এবং মামলা নেওয়ার দাবিতে স্বজনেরা পশ্চিম রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় পশ্চিম রামপুরা এলাকার স্বপ্ন মার্কেটের সামনের সড়কে স্বজন ও এলাকাবাসী অবস্থান নেন। সাড়ে ৯টা পর্যন্ত সড়ক আটকে রেখে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় হাতে লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে সুমন ‘হত্যার বিচার চাই’ স্লোগান দিচ্ছিলেন বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। বিচারের দাবিতে আসা সুমনের স্ত্রী জান্নাত বেগম ঘটনাস্থলেই একপর্যায়ে জ্ঞান হারান। 

সুমনকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন সুমনের শ্যালিকা সুমাইয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকাল থাইকা আইজ সারা দিন হাতিরঝিল থানায় ঘুরছি মামলা করার লাইগা, কিন্তু হ্যারা মামলা নেয় নাই। দ্যাশে কি আইন নাই। এই ঘটনায় আমরা সঠিক বিচার চাই। কিন্তু কারা আমাগো সঠিক বিচার দিব। কোর্টে গেছি মামলা করতে, কিন্তু কেউ আমাগো মামলা লইতে চায় না। কেউ মামলা লইতে চাইলে আবার পিছায়া যায়।’ 

এই ঘটনায় সুমনের পরিবারকে আইনি সহায়তা দিচ্ছেন অ্যাডভোকেট মুনাজ সুলতানা মুন্নী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। এটা পরিকল্পিত হত্যা। আমরা ভিকটিম পরিবারকে আইনি সহায়তা দিয়ে অন্তত ক্ষতিপূরণ আদায় করে দিতে চাই।’ 

দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে বাড্ডা-রামপুরা সড়কের এক অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে রাস্তায় বিভিন্ন যানবাহনে আটকে থাকা মানুষ জোর করে অবরোধস্থল অতিক্রম করতে থাকে। তখন অবরোধকারী এবং বিভিন্ন যানবাহনের সাধারণ যাত্রীদের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি লেগে যায়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ৯টা ৫০ মিনিটে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ আসার পর সুমনের স্বজন ও এলাকাবাসী স্বপ্ন মার্কেটের নিচের ফুটপাতে জড়ো হন। 

ঘটনাস্থলে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, ‘রুম্মনের স্বজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা আসার পরে তারা সরে যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পড়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত