Ajker Patrika

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সম্পাদক ফরহাদ ইকবাল

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সম্পাদক ফরহাদ ইকবাল

টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রতিনিধিদের সরাসরি ভোটে হাসানুজ্জামিল শাহিন সভাপতি ও ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া ঈদ গাঁ মাঠে জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনের ২য় অধিবেশনে ২৩টি ইউনিটের ২ হাজার ৩৪৬ জন প্রতিনিধি ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করেন।

এর আগে ২০০৯ সালের শেষের দিকে আহমেদ আযম খানকে আহ্বায়ক ও কৃষিবিদ শামছুল আলম তোফাকে সাধারণ সম্পাদক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর পর তাঁরাই ২০১১ সালে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২১ সালের শেষের দিকে আহমেদ আযম খানকে আহ্বায়ক ও মাহমুদুল হক সানুকে সদস্যসচিব করে তিন মাসের একটি কমিটি দেওয়া হয়। এর পর পুনরায় আহমেদ আযম খানকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি হয়। তাঁদের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে নতুন এই দুই নেতা নির্বাচিত হন।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত