Ajker Patrika

কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা, সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা, সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট ২) ঢোকার সময় এক কারারক্ষীর দেহ তল্লাশি করে মোজার ভেতর থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় ওই কারারক্ষীকে আটক করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তাঁর বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশ করছিলেন। এ সময় তাঁর চলাফেরা দেখে অন্য কারারক্ষীদের সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়ের মোজার ভেতর একটি পুঁটলিতে ৯৮টি এবং আরেকটি পুঁটলি থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কারারক্ষী মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেল সুপার আরও বলেন, ‘আমরা কারাগারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত