Ajker Patrika

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ রিংকু মারা গেছেন

ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ রিংকু মারা গেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধের ঘটনায় গৃহিণী রিংকু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রিংকু মারা যান। 

তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তি রয়েছেন তার স্বামী অরিজিৎ (৩৫) ও ১৯ মাস বয়সী ছেলে কাব্য। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্বাসনালিসহ শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল ওই নারীর। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (ফিমেল) রাখা হয়েছিল। এ ছাড়া ওই নারীর স্বামী ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা দুজনই ভর্তি আছেন।’ 

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

এরআগে দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা বলেন, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ ৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পেরেছেন, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারাঘরে আগুন ধরে যায়। এতে তারা ৩ জন দগ্ধ হন। তার, ধারণা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্না করে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত