Ajker Patrika

স্যাংশন, জেল-জুলুম আ.লীগের নেতা-কর্মীরা ভয় পায় না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২০: ২৯
স্যাংশন, জেল-জুলুম আ.লীগের নেতা-কর্মীরা ভয় পায় না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কোনো চাপের মুখে আমরা নতি শিকার করব না। কেউ বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। স্যাংশন, জেল-জুলুম কোনো কিছুই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয় পায় না।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বিএনপি চায় আগামী নির্বাচনে বিজয়ের নিশ্চয়তা। তা কোনো দিন সম্ভব না। বিএনপি যত বড় দল হোক। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নেতা-কর্মীরা হতাশ ও দিশেহারা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রমুখ। 

কৃষিমন্ত্রী পরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন। 

বাগবাড়ী চৌবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক সভাপতিত্ব করেন। 

বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত