সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে ।
আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের শনিবারে কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে।
সীমা আক্তার নামে এক নারী বলেন, ‘আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগং রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।’
শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘গ্রামের বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার গাড়ি পাচ্ছি না। এখন কীভাবে যে গ্রামে যাই, তার বিকল্প খুঁজে পাচ্ছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ, তা আমি বলতে পারি না। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’
শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তবে কী কারণে আজ সড়কে দূরপাল্লার যানবাহন নেই, তা আমার জানা নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’
রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে ।
আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে।
এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের শনিবারে কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে।
সীমা আক্তার নামে এক নারী বলেন, ‘আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগং রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।’
শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘গ্রামের বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার গাড়ি পাচ্ছি না। এখন কীভাবে যে গ্রামে যাই, তার বিকল্প খুঁজে পাচ্ছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ, তা আমি বলতে পারি না। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’
শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তবে কী কারণে আজ সড়কে দূরপাল্লার যানবাহন নেই, তা আমার জানা নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে