Ajker Patrika

ফরিদপুরে সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২: ২৫
ফরিদপুরে সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অভিযানে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই অভিযান চালানো হয়। 

উচ্ছেদ করা স্থাপনার মধ্যে দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এ সময় রাস্তার দুপাশে রাখা বালু ও গাছের গুঁড়ি অপসারণ করা হয়। 

জানা যায়, অভিযানকালে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ বিভাগ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে তিন একর জমি দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানায় লাল পতাকা দিয়ে নির্ধারণ করেন ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। 

সড়কের দুপাশে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছেঅভিযান পরিচালনাকারী সড়ক ও জনপথের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্থাপনা মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে কয়েকবার মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। 

উপসচিব আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বোয়ালমারীর কামারগ্রাম ও শিবপুর মৌজার সীমান্ত সওজের জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপসহকারী প্রকৌশলী সুমন কর্মকারসহ ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত