Ajker Patrika

ফকিরাপুলে পুলিশকে গুলির ঘটনায় সাভার থেকে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুন ২০২৫, ২৩: ৩৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় গত শনিবার বাপ্পী ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হকসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এবার বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সাভারের রেডিও কলোনি এলাকায় বাপ্পীর ভাড়া বাসা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি জানায়, রাজধানীর ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে আরও দুটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬৭টি গুলি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পী ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তাঁর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগজিনসহ ১৫১টি গুলি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত