Ajker Patrika

কাশিমপুর কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৩
কাশিমপুর কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার বাসিন্দা ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে বলেন, জহিরুল হক ভূঁইয়া আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে জহিরুল হক ভূঁইয়া মারা যান।

সুব্রত কুমার বালা আরও বলেন, জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ২০০২ সালের একটি হত্যা মামলায় (নম্বর-০৬ (৩) ০২, ধারা-৩০২ / ৩৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ থেকে এই কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৭৭ /এ।

জেল সুপার সুব্রত কুমার বালা আরও বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত