গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার বাসিন্দা ছিলেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে বলেন, জহিরুল হক ভূঁইয়া আগে থেকেই হৃদ্রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে জহিরুল হক ভূঁইয়া মারা যান।
সুব্রত কুমার বালা আরও বলেন, জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ২০০২ সালের একটি হত্যা মামলায় (নম্বর-০৬ (৩) ০২, ধারা-৩০২ / ৩৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ থেকে এই কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৭৭ /এ।
জেল সুপার সুব্রত কুমার বালা আরও বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার বাসিন্দা ছিলেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে বলেন, জহিরুল হক ভূঁইয়া আগে থেকেই হৃদ্রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে জহিরুল হক ভূঁইয়া মারা যান।
সুব্রত কুমার বালা আরও বলেন, জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ২০০২ সালের একটি হত্যা মামলায় (নম্বর-০৬ (৩) ০২, ধারা-৩০২ / ৩৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ থেকে এই কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৭৭ /এ।
জেল সুপার সুব্রত কুমার বালা আরও বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে