নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।
সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।
মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।
মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’
তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।
আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।
সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।
মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।
মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’
তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।
আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ মিনিট আগেগাইবান্ধায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে। আব্দুল আজিজ খোকন গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
৪ মিনিট আগেনিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের। রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকা থেকে গত রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নিখোঁজ হন তিনি। পরদিন মামুনের স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায়।
৩০ মিনিট আগে