নুরুল আমিন হাসান, ঢাকা
রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে এক ফার্মেসিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় সুমন কুমার পাল (৪০) নামের এক বিকাশ এজেন্টকে মাথায় আঘাত দিয়ে হত্যা করা হয়েছে। পরে এলাকাবাসী এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই ভাই মেডিকেল হল নামের ফার্মেসিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট সুমনকে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গণপিটুনির শিকার ডাকাতকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একজন দেখে ফেলেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহত ব্যবসায়ী সুমন কুমার পাল পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকায় বসবাস করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন ভাইয়ের দোকানে লুটপাট করে যাওয়ার সময় ওদের (ডাকাতদের) হাতে হাতুড়িসহ বিভিন্ন কিছু দেখেছি। পরে আমি সন্দেহ করেছিলাম, ওরা মনে হয় ড্রয়ার ভেঙে টাকা-পয়সা নিয়ে যাচ্ছে। যার কারণে একজনকে আমি ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। তারপর আরেকজনকে আমি ধরে ফেলি। ধরে ফেলার পর সে ছুটে যাওয়ার জন্য ধস্তাধস্তি করে। একপর্যায়ে আমাকে একটি গলিতে নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে। আমি বাঁচার জন্য কয়েকটি ঘুষি দিলে সে নিচে পড়ে যায়। এরপর ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকার লোকজন এসে তাঁকে ধরে গণধোলাই দেয়। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।’
প্রত্যক্ষদর্শী সাইফুল বলেন, ‘তারপর সুমন ভাইয়ের দোকানে গিয়ে দেখি, তাঁকে মেরে ডাকাতরা টাকা-পয়সা নিয়ে গেছে। ধরা পড়া ডাকাতের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা পাওয়া গেছে। পরে ওই টাকাগুলো পুলিশ নিয়ে যায়।’
সাইফুল বলেন, ‘সুমন ভাই আমাদের এলাকায় ২০ বছর ধরে থাকেন এবং ব্যবসা করেন। ফার্মেসিতে বিকাশের এজেন্ট করেছিলেন।’
এ বিষয়ে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিকুল ইসলাম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা নিয়ে আমরা কাজ করছি। শেষ হলে বিস্তারিত জানানো হবে।’
অপর দিকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন কাজ করছি, পরে জানাব।’
এদিকে এলাকাবাসী জানিয়েছে, ‘সুমনের মাথার পেছনে আঘাত করা হয়। তারপর তার দোকানে লুটপাট চালানো হয়। যদি ডাকাতির উদ্দেশ্যেই হামলা চালানো হতো, তাহলে ডাকাতি করলেও খুন করার জন্য এভাবে আঘাত করত না।’
রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে এক ফার্মেসিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় সুমন কুমার পাল (৪০) নামের এক বিকাশ এজেন্টকে মাথায় আঘাত দিয়ে হত্যা করা হয়েছে। পরে এলাকাবাসী এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকার ভাই ভাই মেডিকেল হল নামের ফার্মেসিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট সুমনকে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গণপিটুনির শিকার ডাকাতকে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একজন দেখে ফেলেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহত ব্যবসায়ী সুমন কুমার পাল পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দক্ষিণখানের কাওলা শিয়ালডাঙ্গা এলাকায় বসবাস করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন ভাইয়ের দোকানে লুটপাট করে যাওয়ার সময় ওদের (ডাকাতদের) হাতে হাতুড়িসহ বিভিন্ন কিছু দেখেছি। পরে আমি সন্দেহ করেছিলাম, ওরা মনে হয় ড্রয়ার ভেঙে টাকা-পয়সা নিয়ে যাচ্ছে। যার কারণে একজনকে আমি ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যায়। তারপর আরেকজনকে আমি ধরে ফেলি। ধরে ফেলার পর সে ছুটে যাওয়ার জন্য ধস্তাধস্তি করে। একপর্যায়ে আমাকে একটি গলিতে নিয়ে যায়। সেখানে হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করে। আমি বাঁচার জন্য কয়েকটি ঘুষি দিলে সে নিচে পড়ে যায়। এরপর ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকার লোকজন এসে তাঁকে ধরে গণধোলাই দেয়। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।’
প্রত্যক্ষদর্শী সাইফুল বলেন, ‘তারপর সুমন ভাইয়ের দোকানে গিয়ে দেখি, তাঁকে মেরে ডাকাতরা টাকা-পয়সা নিয়ে গেছে। ধরা পড়া ডাকাতের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা পাওয়া গেছে। পরে ওই টাকাগুলো পুলিশ নিয়ে যায়।’
সাইফুল বলেন, ‘সুমন ভাই আমাদের এলাকায় ২০ বছর ধরে থাকেন এবং ব্যবসা করেন। ফার্মেসিতে বিকাশের এজেন্ট করেছিলেন।’
এ বিষয়ে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিকুল ইসলাম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা নিয়ে আমরা কাজ করছি। শেষ হলে বিস্তারিত জানানো হবে।’
অপর দিকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন কাজ করছি, পরে জানাব।’
এদিকে এলাকাবাসী জানিয়েছে, ‘সুমনের মাথার পেছনে আঘাত করা হয়। তারপর তার দোকানে লুটপাট চালানো হয়। যদি ডাকাতির উদ্দেশ্যেই হামলা চালানো হতো, তাহলে ডাকাতি করলেও খুন করার জন্য এভাবে আঘাত করত না।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে