Ajker Patrika

শোক দিবস উপলক্ষে এতিমদের খাবার বিতরণ করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৫: ০৯
শোক দিবস উপলক্ষে এতিমদের খাবার বিতরণ করল র‍্যাব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

আজ শুক্রবার দুপুরে রাজধানী উত্তরার বাইতুস সালাম মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সে দুই শতাধিক দুস্থ ও এতিমের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উত্তরায় র‍্যাব-১-এর তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে দুই শতাধিক দুস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। 

এ ছাড়া সারা দেশে র‍্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ৩ হাজারের অধিক অসহায়, দুস্থ, এতিম ও দরিদ্রের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে র‍্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। 

জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় র‍্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদসহ র‍্যাবের সব মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত