Ajker Patrika

অর্ধ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলম দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলম দুই দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের নথি সংরক্ষক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিকেলে তাকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কাধব্যাগে অর্ধকোটি টাকার বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে দুবাই যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুরুল আলম নামে এই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালো কাধব্যাগের অভ্যন্তরে তল্লাশি করে ৫০০ মূল্যমানের ৩৭৭টি সৌদি রিয়াল, ১০০০ টাকা মূল্যমানের ১০টি আমিরাত দিরহাম, ২০০ মূল্যমানের ৫টি আমিরাত দিরহাম, ১০০ মূল্যমানের ২৭টি আমিরাত দিরহাম, ৫০ মূল্যমানের ৪টি ওমান রিয়াল, ২০ মূল্যমানের ১০টি ওমান রিয়াল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকার সমপরিমাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত