Ajker Patrika

প্রাইভেটকার থেকে হাত–পা বাঁধা প্রবাসী উদ্ধার: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০০: ৫৫
প্রাইভেটকার থেকে হাত–পা বাঁধা প্রবাসী উদ্ধার: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

রাজধানীর তুরাগ থানা এলাকায় প্রবাসী মো. শরিফুলকে প্রাইভেটকারে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন—মো. সুদেব, তামিম চৌধুরী, আবু সাঈদ ও ফিরোজ আশরাফ হিমু। 

বিকেলে চারজনকে আদালতে হাজির করে তুরাগ থানা-পুলিশ। একই সঙ্গে তাঁদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় তুরাগ থানা এলাকার চেকপোস্টে প্রাইভেটকার সিগনাল দেয় পুলিশ। তবে চালক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন প্রাইভেটের ভেতর থেকে একজন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। পরে পুলিশ এগিয়ে এসে প্রাইভেটকারটি আটক করে ও ভেতরে হাত পা বাঁধা অবস্থায় থাকা জিম্মিকে উদ্ধার করে। 

উদ্ধার শরিফুল তুরাগ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে কালশী এলাকা থেকে কৌশলে গাড়িতে উঠিয়ে জিম্মি করে আসামিরা ৷ এরপর নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর আরও এক লাখ ৫০ হাজার টাকা আদায়ের জন্য ভুক্তভোগীর আত্মীয়-স্বজনকে ফোন করে তাঁরা। শরিফুলকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত