Ajker Patrika

‘ফিলিস্তিন স্বাধীন হলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০৭
‘ফিলিস্তিন স্বাধীন হলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে’

ফিলিস্তিনে ইসরায়েল হাজার হাজার মানুষকে হত্যা করার পরও মার্কিন যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিক কারণে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমবে না। যত দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নির্মিত হবে, তত দ্রুত মনুষ্যত্ব রক্ষা পাবে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত ‘মধ্যপ্রাচ্যের সংঘাত, গাজার চলমান গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানায়, কিন্তু ফিলিস্তিনিদের ওপর যে ঐতিহাসিক অবিচার, সে ব্যাপারে তারা সম্পূর্ণ নীরব থাকে। যত দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নির্মিত হবে, তত দ্রুত মনুষ্যত্ব রক্ষিত হবে, তত দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ সামাদ বলেন, ‘আজকে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে এত মিছিল হচ্ছে, কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কানেই তুলছে না। আজকে যদি ফিলিস্তিন ও ইসরায়েল দুটি রাষ্ট্র হয়ে দাঁড়াত, তাহলে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যেত।’ 

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র দ্বিচারিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘বাইডেন একবার বলছেন যুদ্ধ বন্ধ করতে হবে। আবার সিকিউরিটি কাউন্সিলে কথা উঠলেই তিনি সেখানে ভেটো দিচ্ছেন। এই দ্বিচারিতার বিরুদ্ধে তরুণ সমাজকে একত্রিত করতে হবে।’ 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. সারওয়ার আলী বলেন, ‘গণহত্যার সংজ্ঞা হচ্ছে কোনো জাতি বা গোষ্ঠীকে পুরোদমে নির্মূল করে দেওয়া। আজকে ফিলিস্তিনরা আপন দেশ থেকে উৎখাত হচ্ছে। তারা নিজ দেশে উদ্বাস্তু হয়ে জীবন যাপন করছে। তাদের অবস্থানটাকে আরও সংকুচিত করার জন্য এই আক্রমণটা এখনো চলছে। এর চাইতে নিষ্ঠুর-নির্মম হত্যাকাণ্ড আর হয় না।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মান্নান বলেন, ‘ইসরায়েলকে বলা হয় আমেরিকার ৫১তম রাষ্ট্র, যেটি মধ্যপ্রাচ্যে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন না থাকলে ইসরায়েল কখনো এত শক্তিশালী হতো না।’ 

সেক্টর কমান্ডারস ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ও সংগঠনটির যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত