নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে (এনএসইউ) অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার নারী হো চি মিন ইসলামকে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে গত দুই দিন ধরে চলা আলোচনা ও সমালোচনা নিয়ে মুখ খুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হো চি মিন ইসলামকে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে সেটি সঠিক নয়।
বিবৃতিতে বলা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি সকলের জন্য একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট। তবে সাম্প্রতিককালে উইমেনস ক্যারিয়ার কার্নিভ্যালে ঘটে যাওয়া ঘটনায় এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের সম্মুখীন।
বলা হয়, আমরা এই অনুষ্ঠানে হো চি মিন ইসলামের অংশগ্রহণ বিষয়ে জনগণের ভিন্ন মতামতকে সম্মান করি। এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের সমাজের বিভিন্ন বিশ্বাস এবং মূল্যবোধকে প্রতিফলিত করে। দৃষ্টিভঙ্গির বিস্তৃতি ও সংলাপকে উৎসাহিত করতে এনএসইউ শিক্ষার শক্তিতে বিশ্বাস করে। হো চি মিনের অংশগ্রহণের উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে প্রান্তিক সম্প্রদায়ের অর্জন তুলে ধরা। তবে, এই ঘটনাটি কোন প্রেক্ষাপটে ঘটেছে সেটিও গুরুত্বপূর্ণ।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) সহযোগিতায় গত ২৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হিরোস ফর অল (এইচএফএ) ও আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যাল ২০১৩ অনুষ্ঠিত হয়। লিঙ্গবৈষম্য দূরীকরণ, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
হো চি মিন ইসলাম এই অনুষ্ঠানের অন্যতম বক্তা ছিলেন। কিছু অপ্রত্যাশিত ঘটনার ফলে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়। বক্তা এবং আয়োজক উভয়ের জন্য দুঃখজনক এই ঘটনাকে এনএসইউ বিবেচনায় নিয়েছে। এরপর, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে আমর এই প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। আমরা ভবিষ্যতে এই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তাও স্বীকার করি কিন্তু আমাদের নজরে এসেছে, এই ঘটনা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
উদাহরণস্বরূপ, দাবি করা হয় যে উপাচার্যের কার্যালয় আলোচনাটি বাতিল করেছে। তবে আমরা স্পষ্ট করতে চাই যে দুর্ভাগ্যজনক ঘটনার সময় এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম দেশের বাইরে ছিলেন। উপ-উপাচার্যের সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও উল্লেখ্য যে, এনএসইউতে বর্তমানে কোনো উপ-উপাচার্য নেই।
আমরা স্পষ্ট করতে চাই, সিপিসি এবং ইভেন্টের আয়োজক, হিরোস ফর অল (এইচএফএ) এবং আই-সোশ্যালের মধ্যে সকল যোগাযোগ হয়েছিল। আমরা হিরোস ফর অল (এইচএফএ) এবং আই সোশ্যালকে তাদের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানাই। এনএসইউ এই অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করতে পেরে আনন্দিত।
এর আগে শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হো চি মিন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হো চি মিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হো চি মিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হো চি মিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হো চি মিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হো চি মিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে (এনএসইউ) অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার নারী হো চি মিন ইসলামকে অংশগ্রহণ না করতে দেওয়া নিয়ে গত দুই দিন ধরে চলা আলোচনা ও সমালোচনা নিয়ে মুখ খুলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হো চি মিন ইসলামকে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে সেটি সঠিক নয়।
বিবৃতিতে বলা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি সকলের জন্য একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট। তবে সাম্প্রতিককালে উইমেনস ক্যারিয়ার কার্নিভ্যালে ঘটে যাওয়া ঘটনায় এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের সম্মুখীন।
বলা হয়, আমরা এই অনুষ্ঠানে হো চি মিন ইসলামের অংশগ্রহণ বিষয়ে জনগণের ভিন্ন মতামতকে সম্মান করি। এই দৃষ্টিভঙ্গিগুলো আমাদের সমাজের বিভিন্ন বিশ্বাস এবং মূল্যবোধকে প্রতিফলিত করে। দৃষ্টিভঙ্গির বিস্তৃতি ও সংলাপকে উৎসাহিত করতে এনএসইউ শিক্ষার শক্তিতে বিশ্বাস করে। হো চি মিনের অংশগ্রহণের উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে প্রান্তিক সম্প্রদায়ের অর্জন তুলে ধরা। তবে, এই ঘটনাটি কোন প্রেক্ষাপটে ঘটেছে সেটিও গুরুত্বপূর্ণ।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) সহযোগিতায় গত ২৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হিরোস ফর অল (এইচএফএ) ও আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যাল ২০১৩ অনুষ্ঠিত হয়। লিঙ্গবৈষম্য দূরীকরণ, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
হো চি মিন ইসলাম এই অনুষ্ঠানের অন্যতম বক্তা ছিলেন। কিছু অপ্রত্যাশিত ঘটনার ফলে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়। বক্তা এবং আয়োজক উভয়ের জন্য দুঃখজনক এই ঘটনাকে এনএসইউ বিবেচনায় নিয়েছে। এরপর, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে আমর এই প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। আমরা ভবিষ্যতে এই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তাও স্বীকার করি কিন্তু আমাদের নজরে এসেছে, এই ঘটনা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
উদাহরণস্বরূপ, দাবি করা হয় যে উপাচার্যের কার্যালয় আলোচনাটি বাতিল করেছে। তবে আমরা স্পষ্ট করতে চাই যে দুর্ভাগ্যজনক ঘটনার সময় এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম দেশের বাইরে ছিলেন। উপ-উপাচার্যের সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও উল্লেখ্য যে, এনএসইউতে বর্তমানে কোনো উপ-উপাচার্য নেই।
আমরা স্পষ্ট করতে চাই, সিপিসি এবং ইভেন্টের আয়োজক, হিরোস ফর অল (এইচএফএ) এবং আই-সোশ্যালের মধ্যে সকল যোগাযোগ হয়েছিল। আমরা হিরোস ফর অল (এইচএফএ) এবং আই সোশ্যালকে তাদের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানাই। এনএসইউ এই অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করতে পেরে আনন্দিত।
এর আগে শুক্রবার আই সোশ্যাল আয়োজিত এই অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হো চি মিন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি ট্রান্সজেন্ডার হোচিমিন ইসলামের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হো চি মিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হো চি মিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার হো চি মিন ইসলামের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নর্থ সাউথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না আনার বিষয়ে মতামত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ হো চি মিনের বিপক্ষে ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তাঁদের দাবির মুখে হোচিমিনের সেশন বাতিল হয়ে যায়।
এ বিষয়ে হোচিমিন আজকের পত্রিকাকে বলেন, যা বলার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে জানিয়েছি। তবে মেসেঞ্জারে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নে হো চি মিন জানান, তিনি এখনো এ বিষয়ে চিন্তা করেননি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
৬ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২২ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে