Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়ামিন হত্যা মামলায় তিনজনকে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। নিহত শাইখ আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।

তিন আসামি হলেন—সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাভার উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, তাঁদের আগামী ১৮ মে হাজির করতে বলা হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সারা দেশে চলা গণহত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তাঁকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান প্রসিকিউটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত