Ajker Patrika

প্রয়াণ দিবসে উদ্বোধন হবে মণি সিংহ স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াণ দিবসে উদ্বোধন হবে মণি সিংহ স্মৃতি জাদুঘর

প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্‌যাপন কমিটি। 

কমরেড মণি সিংহ মেলা উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে। 

এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’ 

সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’ 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্‌যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্‌যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত