Ajker Patrika

মামলা না করেই আদালত থেকে ফিরে গেলেন জেমস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মামলা না করেই আদালত থেকে ফিরে গেলেন জেমস 

মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করতে এসেছিলেন নগর বাউল জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন জেমস । পরে দুপুর ১টার দিকে শুনানি হয়। বিচারক এ সভায় জেমসকে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে জেমস বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, জেমস আদালতে মোবাইল কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন।  থানা যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে তাঁকে মামলা করতে বলা হয়েছে।

নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। বাংলালিংক জেমসের বিভিন্ন গান তার অনুমতি ছাড়াই প্রচার করে যাচ্ছে। এসব বিষয়ে কোনো সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত