Ajker Patrika

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে কাশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ মিয়া নগরীর কাশর এলাকার বার্নিস মিস্ত্রি রবি মিয়ার ছেলে। সে গোহাইলকান্দী ড্যাফডিল মডেল স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করত। 

স্থানীয় ব্যবসায়ী আলাল উদ্দিন জানান, মিনহাজ নিয়মিত ওই রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনত। ঘটনার দিন জামালপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন কাশর এলাকায় পৌঁছালে রেললাইনে বসে থাকা মিনহাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, ঘটনাটি ময়মনসিংহ জিআরপির থানার আওতাধীন না। এটি জামালপুর জিআরপি থানার অধীনে। তবে, শুনেছি এক কিশোর ট্রেনের ধাক্কায় মারা গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত