Ajker Patrika

শরিয়া সম্মত বিনিয়োগের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২২: ১৩
শরিয়া সম্মত বিনিয়োগের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন দুই ভাই

গ্রাহকদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়া সম্মত ব্যবসায় বিনিয়োগের কথা বলে গ্রাহকদের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান (৪১) ও তাঁর ভাই এহ্সান গ্রুপের সহকারী পরিচালক মো. আবুল বাসার খানকে (৩৭) রাজধানীর তোপখানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানান ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, ২০০৮ সালে প্রায় এক শ দশ কোটি টাকা প্রাথমিক মূলধন ও দশ হাজার সদস্য নিয়ে এহসান গ্রুপ প্রতিষ্ঠা করেন। এরপর ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মঈন বলেন, ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানের আড়ালে প্রতারণার কথা রাগীব আহসান স্বীকার করেছেন। র‍্যাব জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা চলমান। 

আল মঈন আরও বলেন, 'রাগীব আহসানের কাছে পাওনা টাকার জন্য গেলে গ্রাহকদের মামলা, মারধর করতেন তিনি। একজন গ্রাহক ২৮ লক্ষ টাকা বিনিয়োগ করে পরে টাকা চাইতে গেলে তাকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তিনি এর আগেও ২০১৯ সালে একবার গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন।' 

সতেরো হাজার কোটি টাকার বিষয়ে র‍্যাবের এই মুখপাত্র বলেন, জিজ্ঞাসাবাদে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এছাড়াও তাঁর নামে দুটি মার্কেট, সাতটি জমি প্রকল্প ও আরও ১৭টি প্রতিষ্ঠান রয়েছে ৷ এসব প্রতিষ্ঠান তাঁর আত্মীয়স্বজনের নামে চলছে।   

তাকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে থাকা এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এর ৪টি রশিদ বই, দুটি মোবাইল ও সঙ্গে থাকা নগদ টাকা জব্দ করা হয়েছে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত