Ajker Patrika

১৭ কোটি টাকার বিদ্যুতের তার আত্মসাৎ, সিপিজিসিবিএলের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০: ০৬
১৭ কোটি টাকার বিদ্যুতের তার আত্মসাৎ, সিপিজিসিবিএলের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিদ্যুৎকেন্দ্রের তামার তার বিক্রি করে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল কালামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন সিপিজিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার কেব্‌ল বাইরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। 

এজাহার সূত্রে আরও বলা হয়, গত আগস্ট মাসে আসামিরা তিনটি কনটিনারের ৫৬ দশমিক ৯০ টন তামার কেব্‌ল সরকারি অনুমতি না নিয়ে গোপনে বিক্রি করে দেন। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৭ কোটি টাকা। 

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত